নিম্নে ভারতে বিভিন্ন আন্দোলন সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নিন এক ঝলকে।
🎀সুপ্রিয় ছাত্রছাত্রী 🎁
প্রতিদিন তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকবে। প্রতিদিন তোমাদের বিভিন্ন প্রশ্ন-উত্তর সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য নিয়মিত একটি করে কুইজ টেস্ট নেওয়া হবে। আমাদের মূল লক্ষ্যই হবে - wbp constable, WBCS, ICDS, KP constable and Si এর পরীক্ষায় তোমাদের এগিয়ে দেওয়া। Wbp ও kp constable এ আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচে দিয়ে রাখলাম। অফলাইনে দেখতে নিচে download pdf এ ক্লিক করে দেখে নিতে পারো।
গান্ধীজীর অভ্যুত্থান :
১৯১৫ সালের ৯ জানুয়ারি ট্রেনের দেশে ফিরে আসেন দক্ষিণ আফ্রিকা থেকে। বর্তমানে ঐ দিনটি অনাবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়।
গান্ধীজীর আত্মজীবনী "My Experiments with Truth " যেটি গুজরাটি ভাষায় লেখা। যাকে ইংরেজিতে অনুবাদ করেন মহাদেব দেশাই। ১৯০৯ সালে গান্ধীজি হিন্দ স্বরাজ বা ইন্ডিয়ান হোমরুল লিখেছিলেন ইংল্যান্ড থেকে আফ্রিকা যাওয়ার সময়।
গান্ধীজী দুটি নীতি মেনে চলতেন - সত্যাগ্রহ ও অহিংসা।তার কাছে সত্যাগ্রহ মানে সত্যে অবিজল থাকার প্রতীজ্ঞা । তিনি সত্যাগ্রহ ধারণাটি নিয়েছিলেন জন রাসকিনের গ্রন্থ 'শেষ পর্যাপ্ত 'থেকে। অপরদিকে অহিংসা রাজনীতি গ্রহণ করেছিলেন লিও টলস্টয় এর গ্রন্থ ঈশ্বরের রাজ্য থেকে।
গান্ধীজী মহাত্মা নামটি পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। নেতাজি দিয়েছিলেন জাতির জনক নামটি।মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে ।
স্বাধীনতা সংগ্রাম ও আন্দোলন :
ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল ১৯১৭ সালে ঘটে যাওয়া চম্পারন সত্যাগ্রহ। পরবর্তীতে তিনি শ্রমিকের বেতন বৃদ্ধির উদ্দেশ্যে আহমেদাবাদ মিল ধর্মঘট করেছিলেন। যা ছিল গান্ধীজীর প্রথম আমরণ অনশন।
খেদা সত্যাগ্রহ :
হোমরুল লিগ :১৯১৬ সালে গান্ধীজী এই আন্দোলনটি করেছিলেন। হোমরুল লিগের সদস্য ছিলেন মোহাম্মদ আলী জিন্না যিনি যিনি 1995 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন।
বারদৌলি সত্যাগ্রহ :বল্লভ ভাই প্যাটেলের নেতৃত্বে বড়দৌলি সত্যাগ্রহ হয়েছিল। এরপরই তিনি সর্দার উপাধি পান।
জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড : ১৯১৯ সালের ১০ই এপ্রিল রাওলাট আইনের সাহায্যে দুই দেশ প্রেমিক সত্যপাল চৌধুরী ও শরিফ উদ্দিন কিচলোকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে একটা সভা অনুষ্ঠান করা হয়েছিল। যেখানে জেনারেল ডায়ার ও মাইকেল অবাধ্য গুলি চালিয়ে প্রচুর মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এটি ইতিহাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত যা ঘটেছিল ১৩ই এপ্রিল 1919 সালে। এর ফলে ১৮ এপ্রিল রাওলাট সত্যাগ্রহ প্রত্যাহার করা হয়। যার প্রতিবাদের রবীন্দ্রনাথ ঠাকুর নিজের নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন।
জালিয়ানওয়ালাবাগের এই হত্যা লীলার প্রতিবাদে ১৯৪০ সালে ১০ই মার্চ লন্ডনে মাইকেল ও জেনারেল ডায়ার কে গুলি করে হত্যা করে উদোম সিং।
শ্রমিক সংগঠন : ১৯২০ সালের নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠন করা হয় যার সভাপতিত্বে ছিলেন লালালাজপত রায়। বিস্তারিত জানতে নিচে ক্লিক করুন
link - AITUC LINK
অসহযোগ আন্দোলন : কংগ্রেসের কলকাতা অধিবেশনে ১৯২০ সালে লালা লাজপদ রায়ের সভাপতিতে অসহযোগ আন্দোলনের প্রস্তাব পেশ করা হয়। ব্রিটিশদের দেওয়া কাইজার-ইহীন পদক ত্যাগ করে গান্ধীজি অসহযোগ আন্দোলনের সূচনা করেন পয়লা আগস্ট ১৯২০ সালে। কিন্তু চৌরিচৌরা ঘটনার পর গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন ১৯২২ সালে।
স্বরাজ দল :
সভাপতিতে ছিলেন- চিত্তরঞ্জন দাস। উদ্দেশ্য ছিল উপনিবেশিক স্বাধীনতা। প্রথম অধিবেশনটা হয়েছিল মতিলাল নেহেরুর বাসভবনে এলাহাবাদে।
স্বরাজ দলের সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু।
★ চলতি বছরেই তোমাদের wbp constable এর একটা বড়সড়ো ভ্যাকান্সি বের হতে পারে। পরীক্ষায় বাস করার জন্য কিছুটা হলেও আমরা তোমাদের সাহায্য করতে পারি। তা আমাদের পেজটিকে অবশ্যই প্রতিদিন ফলো করবে। এখানে বিভিন্ন চাকরির সংক্রান্ত আপডেট দিয়ে থাকে। আমাদের দ্বারা কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাদের ক্ষমা করবে এবং পারলে আমাদের ভুলগুলো ধরিয়ে দিবে।
0 Comments