🎨সুপ্রিয় ছাত্রছাত্রী🎀
প্রতিদিন তোমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র দেওয়া হয়ে থাকবে। প্রতিদিন তোমাদের বিভিন্ন প্রশ্ন-উত্তর সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য নিয়মিত একটি করে কুইজ টেস্ট নেওয়া হবে। আমাদের মূল লক্ষ্যই হবে - wbp constable, WBCS, ICDS, KP constable and Si এর পরীক্ষায় তোমাদের এগিয়ে দেওয়া।
নিচে তোমাদের 25 টি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া থাকলো। আগামী পরীক্ষার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে প্রশ্নগুলি পেয়ে যাবে। সুতরাং সময় নষ্ট না করে প্রশ্নগুলি এখনই দেখে নাও, অফলাইনে প্রশ্নগুলো দেখার জন্য নিচে দেওয়া বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নিতে পারো।
আমাদের নতুন উদ্যোগে তোমরা এখানে প্রতিদিন 25টি করে প্রশ্ন পেয়ে যাবে। মুলত kp police এর জন্য mcq প্রশ্নগুলি তৈরি করা হয়েছে।
▶️ চিংড়ির রক্ত রঞ্জক কি?
ক)হিমোগ্লোবিন
খ)হিমোশায়ানিন
গ)হিমোএরিথ্রিন
ঘ)মায়োগ্লোবিন
▶️ মানবদেহের মস্তিষ্কের বৃহত্তম অংশটি হচ্ছে?
ক)সেরিব্রাম
খ)হাইপোথেমাস
গ)এপিসেরিব্রাম
ঘ)কোনোটিই নয়
▶️ সার্বজনীন গ্রহীতা কোন গ্রুপের রক্তকে বলা হয়?
ক) O
খ) A
গ) B
ঘ) AB
▶️ ডায়াবেটিস মেলেটাস কোন হরমোনের অভাবে হয়?
ক) গ্লুকাগন
খ) ইনসুলিন
গ) গ্যাস্টিন
ঘ) কোনটিই নয়
▶️ বংশগতিবিদ্যার জনক কে?
ক) মেন্ডেল খ) মেন্ডেলিভ
গ) ল্যামার্ক ঘ) বেনেডেন
▶️ ইউগ্লিনার চালন কোন প্রকৃতির?
ক)অমিবয়েড চলন
খ) শীলিয়ানি চলন
গ) ফ্লাজেলারি চলন
ঘ) হামাগুড়ি চলন
▶️ কেঁচোর রেচন অঙ্গের নাম কি?
ক)সংকোচি গহবর
খ) ফ্লেম কোষ
গ) নেফ্রিডিয়া
ঘ) ককসাল গ্রন্থি
▶️ পীতবিন্দু কোথায় অবস্থিত?
ক)চোখের রেটিনায়
খ) পিত্তস্থলীতে
গ) অগ্নাশয়
ঘ)লিভার
▶️নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত?
ক) নাইট্রিক অক্সাইড
খ) নাইট্রাস অক্সাইড
গ) নাইট্রোজেন পেন্টঅক্সাইড
ঘ) নাইট্রোজেন
▶️ বায়োলজির কথাটি প্রবর্তন করেন কে?
ক) প্লেটো
খ) ডারউইন
গ) ল্যামার্ক
ঘ) মেন্ডেল
▶️ কোষ কথাটির প্রবক্তা কে?
ক) ভিড় চাউ
খ) রবার্ট হুক
গ) বয়েল
ঘ) ভোল্ট
▶️ সবচেয়ে হালকা ধাতু হল?
ক) লিথিয়াম
খ) ব্রোমেন
গ) পারদ
ঘ) সোডিয়াম
▶️ নিউক্লিয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া হলো?
ক) ফিসন
খ) ফিউশন
গ) প্যালেসন
ঘ) নিউট্রন অভিশোষণ
▶️ পারোদ ছাড়া অপর তরল ধাতু হল?
ক) প্যালাডিয়ান
খ) গ্যালিয়াম
গ) রেডিয়াম
ঘ) জার্মেনিয়াম
▶️ রক্তচাপ মাপার যন্ত্রের নাম?
ক) ব্যারোমিটার
খ) ফিগমোম্যানোমিটার
গ) টোনোমিটার
ঘ) অপরের কোনোটিই নয়
▶️ সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষ হল?
ক) স্নায়ু কোষ
খ) পেশি কোষ
গ) ভাজক কোষ
ঘ) সংযোজক কোষ
▶️ নিচের কোনটিকে আত্মঘাতিস্থলী বলে?
ক) গলগি বডি
খ) ক্রিস্টা
গ) লাইসোজোম
ঘ) রাইবোজোম
▶️ জেনেটিক কোডের আবিষ্কর্তা কে?
ক) ডক্টর এস স্বামীনাথন
খ) ডঃ রোনাল্ড রস
গ) ডাঃ খোড়ানা
ঘ) জোহানসন
▶️ হলুদ জ্বর কোন মসার কারণে হয়?
ক) এডিস মসা
খ) অ্যানোফিলিস মশা
গ) স্ত্রী মসা
ঘ) কিউলেক্স মশা
▶️ হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক হলেন?
ক) ল্যভয়সিয়ে
খ) ক্যাভেন্ডিস
গ) প্রিস্টেল
ঘ) কেউ নয়
▶️ পরমাণুবাদ দত্তের প্রবক্তা কে?
ক) রাদারফোর্ড
খ) ডালটন
গ) টমশন
ঘ) স্যাডউইক
▶️ হাইড্রোজেন বোমা হলো?
ক)সংযোজন বোমা
খ)বিভাজন বোমা
গ)রাসায়নিক বোমা
ঘ) সব কটি ঠিক
▶️ লাল ফুলকে সবুজ আলোয় আলোকিত করলে কি হবে?
ক) সাদা
খ) লাল
গ) কালো
ঘ) নীল
▶️ দূরত্বের সবচেয়ে বড় একক কি?
ক) কিলোমিটার
খ) আলোকবর্ষ
গ) পারসেক
ঘ) কোনোটিই নয়
▶️ সিজিএস পদ্ধতিতে বলের একক কি?
ক) আর্গ
খ) নিউটন
গ) ডাইন
ঘ) জুল
▶️ অয়েল অফ ভিট্রিয়ল হলো?
ক) HCL
খ)HNO3
গ) HCOOH
ঘ) H2SO4
About file:
File name - kolkata police mcq set/03 jobcentre.site
Type-text file
Size-6.1kb
File - download link
0 Comments